Services

দাঁতের রুট ক্যানেল চিকিৎসা

সাধারণত দাঁতে ব্যথা হলে রুট ক্যানেল চিকিৎসা করতে হয়। এটি একটি আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে দাঁতের শিকড়ের মধ্যে অবস্থিত আক্রান্ত নার্ভ বা স্নায়ু যা ব্যথা তৈরি করে তা পরিষ্কার করা হয়।

মুখের ক্যান্সার চিকিৎসা

মুখের ক্যান্সার থেকে ভালো হতে চাইলে সার্জারি অথবা অপারেশন দ্রুততার সহিত করতে হয় সারা বিশ্বে সমাদ্রিত, অপারেশন বা সার্জারির পরে রেডিওথেরাপি অথবা কোন কোন ক্ষেত্রে কেমোথেরাপিও দেয়া লাগতে পারে।

দাঁতের ক্রাউন ও ব্রিজ

ক্রাউন অথবা ব্রিজ সাধারণত মেটাল, পোরসেলিন সিরামিক অথবা জিরকোনিয়া নামক ধাতব দিয়ে তৈরি করা হয়। ক্রাউন অথবা ব্রিজ করা না হলে রুট ক্যানেল করা দাঁত পরবর্তীতে ভেঙ্গে যায়।

Dental Implant এর মধ্যমে ফাঁকা দাঁত প্রতিস্থাপন

ফাঁকা দাঁত প্রতিস্থাপন করতে চাইলে পাশের দাঁত না কেটে Dental Implant এর মাধ্যমে খুব সহজেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দাঁত প্রতিস্থাপন করা যায়।

আধুনিক Flexible Dental, ও TMJ জয়েন্টের ব্যাথা

এক বা একাধিক দাঁত পড়ে গিয়ে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে ফাঁকা হয়ে গেলে সে ক্ষেত্রে ফ্লেক্সিবল ডেঞ্জারের মাধ্যমে প্রতিস্থাপন করা যায় খুব সহজেই।

দাঁতের সকল সাধারণ ও জটিল চিকিৎসা

দাঁত শিরশির করা দাঁতে হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হওয়া,  চোয়ালের দুই পাশে ব্যাথা হওয়া, এছাড়া তীব্র ব্যথা যুক্ত দাঁতের ব্যথা মুক্ত করনের জন্য দাঁতের আধুনিক রুট ক্যানেল চিকিৎসা আমরা একদিনেই করে থাকি।