প্রশ্নঃ ডেন্টাল ইমপ্লান্ট কি?
উত্তরঃ ডেন্টাল ইমপ্ল্যান্ট টাইটেনিয়াম নামক বায়ো কমপেটিবল ধাতব পদার্থের তৈরি এক ধরনের স্ক্রু বিশেষ যা দাতের শিকড়ের পরিবর্তে হাড়ে স্থাপন করা হয়। ডেন্টাল ইমপ্ল্যান্টের মাধ্যমে ফাঁকা দাঁত প্রতিস্থাপন করা হয়।
প্রশ্নঃ ডেন্টাল এমপ্লান্ট এর সুবিধা কি?
উত্তরঃ ডেন্টাল ইমপ্ল্যান্ট এর মাধ্যমে এক বা একাধিক ফাঁকা দাঁতের স্থান প্রতিস্থাপন করা যায় এবং মুখের উপর ও নিচের সম্পূর্ণ দাঁত ইমপ্ল্যান্টের মাধ্যমে প্রতিস্থাপন করা যায়।
প্রশ্নঃ ডেন্টাল ইমপ্ল্যান্ট দিয়ে কিভাবে দাঁত প্রতিস্থাপন করা হয়?
উত্তরঃ চোয়ালের মাড়ির ফাঁকা স্থানে প্রথমে ডেন্টাল ইমপ্ল্যান্ট অথবা স্ক্রু হাড়ের মধ্যে স্থাপন করা হয় এবং পরবর্তীতে চার থেকে ছয় মাস পর ডেন্টাল ইমপ্ল্যান্ট যখন হাড়ের সাথে ফিক্স হয়ে যায় তখন ডেন্টাল ইমপ্লান্ট এর উপর একটি কৃত্রিম দাঁত অথবা ক্রাউনের মাধ্যমে ফাঁকা জায়গায় দাঁত বসানো হয়।
প্রশ্নঃ ডেন্টাল ইমপ্ল্যান্ট বসানোর সময় কোন প্রকার ব্যথা পাওয়া যায়?
উত্তরঃ ডেন্টাল ইমপ্লান্ট বসানোর সময় সাধারণত লোকাল এনেসথেসিয়া দিয়ে অবশ করে নেয়া হয় কাজেই রোগী কোন প্রকার ব্যথা অনুভব করে না। অর্থাৎ ডেন্টাল ইমপ্লান্ট একটি ব্যথা মুক্ত চিকিৎসা পদ্ধতি।
প্রশ্নঃ ডেন্টাল ইমপ্ল্যান্ট এর অসুবিধা কি?
উত্তরঃ চিকিৎসা পরবর্তী সাধারণত কোন অসুবিধা নেই তবে অনেকের হালকা ব্যথা হতে পারে তবে নিয়মিত ঔষধ সেবনের মাধ্যমে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। ডেন্টাল ইমপ্লান্ট একটি ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি।