প্রশ্নঃ দাঁতের ক্রাউন ও ব্রিজ কি ?
উত্তরঃ দাঁতের ক্রাউন দাঁতের উপর এক ধরনের ধাতব আবরণ। দাঁত ক্ষয়প্রাপ্ত হলে রুট ক্যানেল চিকিৎসার পর স্থায়ী ফিলিং করা হয়, এরপর দাঁতের উপর যে আবরণ বা কভার দেয়া হয় তাকে ক্রাউন বলে। যখন একাধিক দাঁত প্রতিস্থাপন করা হয় তখন ব্রিজ বলে।
প্রশ্নঃ দাঁতের ক্রাউন কি দিয়ে তৈরি করা হয়?
উত্তরঃ দাঁতের ক্লাউন কয়েক ধরনের ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হয় এর মধ্যে অন্যতম হচ্ছে পোরসেলিন, মেটাল ও জারকোনিয়া। জারকোনিয়া তৈরি ক্রাউনে কোন প্রকার মেটাল বা ধাতব পদার্থ থাকে না।
প্রশ্নঃ ক্রাউন কখন করতে হয়?
উত্তরঃ সাধারণত দাঁতের রুট ক্যানেল চিকিৎসা করার পর দাঁত কে দীর্ঘ স্থায়ী করার জন্য ক্রাউন অথবা ব্রিজ করতে হয়।
প্রশ্নঃ রুট ক্যানেল চিকিৎসা করার পর দাঁতে ক্রাউন অথবা ব্রিজ না করলে কোন অসুবিধা হয়?
উত্তরঃ রুট ক্যানেল চিকিৎসার পর দাঁতে ক্রাউন অথবা ব্রিজ না করলে দাঁত আস্তে আস্তে ভেঙ্গে যায় এবং পরবর্তীতে আর কখনোই দাঁতে ক্রাউন অথবা ব্রিজ করা যায় না। কাজেই দাঁত কে দীর্ঘস্থায়ী করতে হলে রুট ক্যানেল চিকিৎসার পর অবশ্যই ক্রাউন অথবা ব্রিজ দ্বারা প্রতিস্থাপন করা উচিত।
প্রশ্নঃ দাঁতে ক্যাপ অথবা ব্রিজ করা হলে পরবর্তীতে এমআরআই (MRI) পরীক্ষার ক্ষেত্রে কোন অসুবিধা আছে কিনা?
উত্তরঃ দাঁতের ক্রাউন অথবা ব্রিজে যদি ধাতব পদার্থ ফেরোম্যাগনেটিক হয় তাহলে এমআরআই পরীক্ষার ক্ষেত্রে অসুবিধা হয় আর যদি নন ম্যাগনেটিক ধাতব পদার্থের তৈরি হয় সেক্ষেত্রে কোন অসুবিধা হয় না । তবে জারকোনিয়া ক্রাউনে কোন ধাতব পদার্থ নেই বিধায় এটি সবচেয়ে বেশি নিরাপদ।