প্রশ্নঃ আধুনিক ফ্লেক্সিবল ডেঞ্জার কি ?
উত্তরঃ এক বা একাধিক মিসিং দাঁত রিপ্লেস করার ক্ষেত্রে যে বিশেষ এক্রাইলিকের তৈরি প্লেট ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডেন্চার। এই অ্যাক্রয়েলিক শীটে এক বা একাধিক মিসিং দাঁত লাগিয়ে রোগী মুখে সহজেই পড়তে পারে। সাধারণ মানের ডেন্চারের ক্ষেত্রে রোগীকে মুখে পড়তে ও খুলতে একটু বেগ পেতে হয় অথবা কষ্ট করতে হয় কিন্তু আধুনিক ফ্লেক্সিবল ডেন্চার ব্যবহারের মাধ্যমে রোগীর ভোগান্তি একদম কমে যায়। আধুনিক ফ্লেক্সিবল ডেন্চার রোগী মুখে খুব সহজে পড়তে ও খুলতে পারে।
প্রশ্নঃ এক বা একের অধিক দাঁত ফাঁকা থাকলে সে ক্ষেত্রে ফ্লেক্সিবল ডেন্চার করা যায়?
উত্তরঃ যেকোনো চোয়ালের এক বা একের অধিক দাঁত ফাঁকা থাকলে ফ্লেক্সিবল ডেন্চারের মাধ্যমে খুব সহজেই ফাঁকা দাঁত রিপ্লেস করা যায় এবং রোগী খুব সহজে পড়তেও খুলতে পারে।
প্রশ্নঃ ফ্লেক্সিবল ডেন্চার পড়তে ও খুলতে রোগী কোন ব্যথা পায়?
উত্তর ঃ ফ্লেক্সিবল ডেন্চার রোগী খুব সহজে মুখে পড়তে ও খুলতে পারে এবং কোন প্রকার ব্যথা হয় না।
প্রশ্নঃ TMJ কি ?
উত্তরঃ TMJ মানে টেমপোরো মেন্ডিবুলার জয়েন্ট যা মুখের দুই পাশে কানের নিচে অবস্থিত।
প্রশ্নঃ চোয়ালের দুই পাশে ব্যথা হলে কোন চিকিৎসা আছে কি?
উত্তরঃ সাধারণত দাঁত ক্ষয়প্রাপ্ত হলে অথবা চোয়ালে আঘাতপ্রাপ্ত হলে পরবর্তীতে চোয়ালের দুই পাশে বা কানের নিচে অনেক রোগীর ক্ষেত্রে ব্যথা হয়। উপযুক্ত কারণ নির্ধারণ করতে পারলে চোয়ালের ব্যথা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হয়।
প্রশ্নঃ চোয়ালের ব্যথায় কি ধরনের চিকিৎসা দেয়া হয়?
উত্তরঃ চোয়ালের ব্যথার ধরন অনুযায়ী সাধারণত ঔষধ অথবা জয়েন্ট আর্থোসিনথেসিস অথবা বিশেষ ধরনের প্লেট ব্যবহার করে রোগী চোয়ালের ব্যথা মুক্ত হতে পারে।