প্রশ্নঃ মুখের ক্যান্সার কি?
উত্তরঃ মুখের ক্যান্সার এক ধরনের ঘা বা ক্ষত। যা সাধারণত মুখ গহবরের ভিতর জিহ্বা, তালু, জিহ্বার ঘ নিচে, ঠোঁট অথবা দাঁতের মাড়িতে হয়ে থাকে। মনে রাখবেন মুখের ঘা বা ক্ষত যদি দুই সপ্তাহের মধ্যে ভালো না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে বায়োপসি বা মাংস পরীক্ষার মাধ্যমে সনাক্ত করতে হয়। মুখের ক্যান্সার সাধারণত ব্যথা হীন ভাবে আস্তে আস্তে ছড়তে থাকে অথবা বড় হতে থাকে।
প্রশ্নঃ মুখের ক্যান্সার হলে কিভাবে বুঝতে পারা যায়?
উত্তরঃ মুখের ক্যান্সার বা ক্ষত ব্যথা ছাড়াই দ্রুত বাড়তে থাকে। অনেক সময় রোগী বুঝতে বুঝতে এক থেকে দুই মাস চলে যায়। মুখের ভিতরে ঘা অথবা কোন পরিবর্তন লক্ষ্য করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
প্রশ্নঃ মুখের ক্যান্সার হলে কিভাবে রোগ নির্ণয় করা হয়?
উত্তরঃ বায়োপসির মাধ্যমে ক্ষত বা ঘা থেকে মাংস কেটে পরীক্ষা করা হয়। হিস্টো প্যাথলজি পরীক্ষা করে রোগ নির্ণয় করা হয়।
প্রশ্নঃ বায়োপসি অথবা রোগ নির্ণয়ের জন্য কোথায় যেতে হবে?
উত্তরঃ ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন এর কাছ থেকে এই চিকিৎসা গ্রহণ করতে পারেন । তিনি আক্রান্ত ঘা অথবা ক্ষত থেকে মাংস কেটে অথবা বায়োপসি করে রোগ নির্ণয়ের জন্য ইস্টোপ্যাথলজি পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়ে থাকে।
প্রশ্নঃ মুখের ক্যান্সার সনাক্ত হলে কোথায় চিকিৎসা করানো যায়?
উত্তরঃ ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন মুখের ক্যান্সারের অপারেশন করে থাকেন। বায়োপসের মাধ্যমে সাধারণত রোগ নির্ণয়ের পরে সিটি স্ক্যান অথবা এমআরআই রিপোর্ট করে রোগের ধরন, বিস্তার এবং সম্ভাব্য চিকিৎসা নির্ধারণ করা হয়ে থাকে। ক্যান্সার সার্জারি অথবা অপারেশন এর পর সাধারণত রিকন্সট্রাকশন এর প্রয়োজন হয়। ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন আক্রান্ত ঘা বা ক্যান্সার অপসারণ করেন এবং অপারেশন পরবর্তী ডিফেক্ট রিকনস্ট্রাকশন করে থাকেন।
প্রশ্নঃ ক্যান্সার কি চিকিৎসায় ভালো হয়?
উত্তরঃ হ্যাঁ ক্যান্সার চিকিৎসায় ভালো হয় এবং ক্যান্সার চিকিৎসার গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি হচ্ছে অপারেশন। ক্যান্সারের ধরন এবং বিস্তারের উপর নির্ভর করে অপারেশন পরবর্তী রেডিওথেরাপি নেওয়ার প্রয়োজন হতে পারে।
প্রশ্নঃ ক্যান্সার চিকিৎসা দেরিতে করলে কোন অসুবিধা হয়?
উত্তরঃ মনে রাখবেন, মুখের ক্যান্সার যত দ্রুত নির্ণয় হয় চিকিৎসা তত সহজ হয়। মুখের ক্যান্সার যত বিলম্বে নির্ণয় হয় চিকিৎসা তত জটিল হয়। সঠিক সময়ে চিকিৎসা নিন, তাহলে শতভাগ ক্যান্সার মুক্ত থাকতে পারবেন। ক্যান্সার কে অবহেলা নয় সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিন পরিপূর্ণ সুস্থ থাকুন।