প্রশ্নঃ দাঁতের রুট ক্যানেল চিকিৎসা কি?
উত্তরঃ দাঁতে যখন গর্ত হয়ে অথবা ক্যাভিটিস হয়ে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে দাঁতের মজা বা স্নায়ু আক্রান্ত হয় তখন সাধারণত দাঁতের তীব্র ব্যথা হয়। আক্রান্ত স্নায়ু পরিষ্কার করে কৃত্রিম স্নায়ু প্রতিস্থাপন করার পদ্ধতি রুট ক্যানেল চিকিৎসা।
প্রশ্নঃ কখন দাঁতের রুট ক্যানেল চিকিৎসা করতে হয় ?
উত্তরঃ দাঁতে যখন তীব্র ব্যথা হয় অথবা অসহনীয় ব্যথা তৈরি হয় তখন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে রুট ক্যানেল চিকিৎসা করতে হয়।
প্রশ্নঃ রুট ক্যানেল চিকিৎসা করার সময় কোন ব্যথা পাওয়া যায়?
উত্তরঃ রুট ক্যানেল চিকিৎসা সাধারণত লোকাল এনেস্থেশিয়া দিয়ে করা হয় কাজেই চিকিৎসা চলাকালীন কোন প্রকার ব্যথা হয় না ।
প্রশ্নঃ দাঁতের রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন হয় কেন?
উত্তরঃ দাঁতে যখন গর্ত হয়ে অথবা ক্যাভিটিস হয়ে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে দাঁতের মজ্জা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তখন সাধারণত দাঁতের তীব্র ব্যথা অনুভব হয়। এঅবস্থায় দাঁত রাখার একমাত্র উপায় রুট ক্যানেল চিকিৎসা করা ।