About

About

এনায়েতপুর ডেন্টাল সেন্টারে স্বাগতম!

ডঃ মোঃ আলী হোসেন তালুকদার একজন সেরা মুখ ও দন্ত রোগ চিকিৎসক। মুখের ক্যান্সার বিশেষজ্ঞ ওরাল অ্যান্ড মেক্সিলোফেসিয়াল সার্জন। এনায়েতপুর, সিরাজগঞ্জ। রোগীর সিরিয়াল ও অ্যাপয়েন্টমেন্ট এর জন্য ০১৯৪৪ ০১৬ ০১৬

“ডাঃ মোঃ আলী হোসেন তালুকদার, ওরাল অ্যান্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারিতে উচ্চতর ( FCPS) এফ সি পি এস ডিগ্রী অর্জন করেন ২০১৯ সালে। তিনি ঢাকা ডেন্টাল কলেজ থেকে (BDS) বিডিএস ডিগ্রি অর্জন করেন ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে।

ডাঃ মোঃ আলী হোসেন তালুকদার

বিডিএস, এফসিপিএস ( ওরাল এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি)

যে কথা না বললেই নয়!

 

মুখ ও চোয়ালের ক্যান্সার চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী ফেসিয়াল রিকনস্ট্রাকশন এর উপর উক্ত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন ।

তিনি ২০১৯ সালে ভারতের চেন্নাইতে অবস্থিত রুট ক্যানেল অ্যাক্সেস সেন্টার থেকে দাঁতের রুট ক্যানেল চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণ Endomotor and Rotary Endodontix গ্রহণ করেন।

তিনি ২০১০ ও ২০১৬ সালে Dental Implant এর উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০১৩ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদান করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দন্ত চিকিৎসকের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০১৫ সালে ঢাকা ডেন্টাল কলেজে যোগদান করেন এবং এফসিপিএস ডিগ্রি অর্জন করেন।

২০১৯ সালে এফ সি পি এস ডিগ্রি অর্জনের পর ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে লেকচারার পদে যোগদান করেন। ২০২০ সালে জুনিয়র কনসালটেন্ট পদে প্রমোশন হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। বর্তমানে তিনি অত্র হাসপাতালের ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের একজন জুনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং অত্র বিভাগে মুখের ক্যান্সার, চোয়ালের টিউমার চোয়াল ভাঙ্গা এক্সিডেন্টের রোগী, চোয়ালের জয়েন্টের ব্যথা সহ মুখ ও চোয়ালের অন্যান্য রোগের নিয়মিত চিকিৎসা ও অপারেশন করছেন।

তিনি ২০২৩ সালে AOCMF এর একজন ফেলো নির্বাচিত হন এবং বৃত্তিপ্রাপ্ত হয়ে ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত ডাক্তার দেবীর শেঠীর চিকিৎসা প্রতিষ্ঠান নারায়ণা হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান মজুমদার শাহ ক্যান্সার সেন্টারে উক্ত ফেলোশিপের প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি ২০২৩ সালে BAMOS (বামস ) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জন্স এর নবগঠিত কমিটিতে একজন সহকারী আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।