২০১৯ সালে এফ সি পি এস ডিগ্রি অর্জনের পর ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে লেকচারার পদে যোগদান করেন। ২০২০ সালে জুনিয়র কনসালটেন্ট পদে প্রমোশন হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। বর্তমানে তিনি অত্র হাসপাতালের ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের একজন জুনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং অত্র বিভাগে মুখের ক্যান্সার, চোয়ালের টিউমার চোয়াল ভাঙ্গা এক্সিডেন্টের রোগী, চোয়ালের জয়েন্টের ব্যথা সহ মুখ ও চোয়ালের অন্যান্য রোগের নিয়মিত চিকিৎসা ও অপারেশন করছেন।
তিনি ২০২৩ সালে AOCMF এর একজন ফেলো নির্বাচিত হন এবং বৃত্তিপ্রাপ্ত হয়ে ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত ডাক্তার দেবীর শেঠীর চিকিৎসা প্রতিষ্ঠান নারায়ণা হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান মজুমদার শাহ ক্যান্সার সেন্টারে উক্ত ফেলোশিপের প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি ২০২৩ সালে BAMOS (বামস ) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জন্স এর নবগঠিত কমিটিতে একজন সহকারী আপ্যায়ন সম্পাদক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।