দাঁতের সকল সাধারণ ও জটিল চিকিৎসা

প্রশ্নঃ দাঁতের মাড়ি ফুলে যাওয়া অথবা মাড়ি থেকে রক্তপাত হলে কি করতে হবে?
উত্তরঃ সাধারণত দাঁতে পাথর জমে মাড়ি আক্রান্ত হয় এবং ইনফেকশন হয়ে ফুলে যেতে পারে। এর ফলে অনেকের সকালে ঘুম থেকে উঠার পর মাড়ি দিয়ে রক্ত আসে অথবা ব্রাশ করার সময় লালার সাথে রক্ত আসে। এ অবস্থায় খুব দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অনেক ক্ষেত্রে দাঁতের জমে থাকা পাথর পরিষ্কার করলে অথবা স্কেলিং চিকিৎসার মাধ্যমে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। মনে রাখবেন দাঁতের মাড়ি আক্রান্ত হয়ে ইনফেকশন হলে তা যেমন হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তেমনি দাঁত নড়ে একসময় পড়ে যেতে পারে।

প্রশ্নঃ দাঁত শিরশির করে ব্যথা অনুভূত হওয়া অথবা ঠান্ডা বা গরম পানি লাগা এক্ষেত্রে কি করতে হয়?

উত্তরঃ সাধারণত দাঁতের মাড়ি বরাবর ক্ষয়প্রাপ্ত হয়ে গর্ত হয়ে যায় এজন্য দাঁতের এনামেল আবরণ ক্ষয় হয়ে ডেনটিন আবরণ বের হয়ে আসে যা অত্যন্ত সংবেদনশীল এক্ষেত্রে রোগী ঠান্ডা পানি অথবা টক জাতীয় বা মিষ্টি জাতীয় খাবারে সংস্পর্শ আসলে আক্রান্ত দাতে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। ব্যথা মুক্ত হওয়ার জন্য দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং আক্রান্ত দাতে সম্ভব হলে ফিলিং করে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে।

প্রশ্নঃ গালের ভেতর অথবা জিহ্বায় অনেকের ঝাল খাবার খেলে কষ্ট হয় এক্ষেত্রে করনীয় কি?
উত্তরঃ সাধারণত লাইকেন প্লানাস নামক এক ধরনের অটো ইমুউন রোগে আক্রান্ত হয়ে গালের ভিতর মাড়ি অথবা জিহবা ঝালের মত সাদা বা লাল হয়ে যায় এক্ষেত্রে রোগীর ঝাল খাবার খেতে কষ্ট হয়। এ অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।
প্রশ্নঃ চোয়ালের একপাশে অথবা দুই পাশে প্রচন্ড ব্যথা হয়ে চোয়ালের আশেপাশে অথবা মাথার দিকে ছড়ে যায় এক্ষেত্রে করণীয় কি?
উত্তরঃ মনে রাখবেন সাধারণত টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট আক্রান্ত হলে এরকম ব্যথা হতে পারে। অনেক সময় দাঁত ক্ষয় হয়ে ভার্টিক্যাল হাইট কমে গেলে জয়েন্টে প্রচন্ড চাপ পড়ে এবং জয়েন্ট আক্রান্ত হয়ে ব্যথা হতে পারে। এরকম হলে দ্রুত ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন এর পরামর্শ নিন এবং সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসায় গ্রহণ করে সম্পূর্ণ সুস্থ থাকুন

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these